এনআইডির ভুল ২ জানুয়ারির আগে সংশোধনের নির্দেশ দিলো ইসি

যাদের জাতীয় পরিচয়পত্রে ভুল আছে তাদের আগামী ২ জানুয়ারি ২০২৫ এর আগে তা সংশোধন করতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর এরই প্রেক্ষিতে সংশোধিত তথ্য নিয়ে তৈরি হবে নতুন ভোটার তালিকা।

জরুরী ভিত্তিতে আজ রোববার ৮ ডিসেম্বর এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায় নির্বাচন কমিশন সচিবালয়।

যাদের এনআইডিতে ভুল আছে, তাদের জরুরি ভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে তা সংশোধন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়, কারন আগামি বছর ২০২৫ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য যে ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। প্রতিবছর ২ জানুয়ারি তার আগের বছরের তথ্য নিয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি। তালিকা নিয়ে দাবি, আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা। আগামী ২ মার্চ চলতি বছরের তথ্য নিয়ে হালনাগাদ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

যেহেতু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে  দেশের বিদ্যমান নির্বাচন কমিশন ব্যবস্থা পুনর্গঠন ও সংস্কারের কাজ এগিয়ে চলছে।  আর তাই নতুন করে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে।

নতুন ভোটার তালিকায় বিদ্যমান নাগরিকদের তথ্য নিয়ে আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  যেখানে যারা মৃত ভোটার তাদেরকে বাদ দেওয়া হবে এবং যারা নতুন ভোটার আর যারা ভোটার এলাকা পরিবর্তন করেছেন তাদের অন্তর্ভুক্ত করা হবে।

সম্পর্কিত পোস্ট

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।