নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করুন
এখন আপনি চাইলে খুব সহজেই ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করতে পারবেন এবং জানতে পারবেন নাম্বারটি সঠিক কিনা এবং জাতীয় পরিচয়পত্রটি বৈধ কিনা। তবে এই পদ্ধতি ব্যবহার করে আপনি ব্যক্তির নাম এবং তথ্য দেখতে পারবেন না কারণ এটি সুরক্ষিত। তবে বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটাবেজে জাতীয় পরিচয় পত্রটি রয়েছে কিনা তা জানা যাবে এই পদ্ধতিতে।
বিভিন্ন প্রয়োজনে আমাদের বিভিন্ন মানুষের জাতীয় পরিচয় পত্র যাচাই করার দরকার হয়। কখনো কখনো কোন ক্রয় বিক্রয় জনিত কারণে, বাসা ভাড়া, কোন সেবা প্রদানের ক্ষেত্রে ইত্যাদি, ব্যক্তির জাতীয় পরিচয় পত্র টি সঠিক কিনা তা জানতে হয়। কিছু কিছু আইটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরাসরি নির্বাচন কমিশনের সাথে ডাটাবেজ কানেক্টেড থাকায় তারা সহজেই যে কারো এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আইডি কার্ড চেক করতে পারে এবং বিস্তারিত তথ্য ছবি এবং নাম দেখতে পারে।
এক্ষেত্রে একজন সাধারণ ব্যক্তি ইন্টারনেট থেকে খুব সহজেই যে কারো এনআইডি কার্ডের তথ্য দেখতে পারবে না তবে আইডি কার্ডটি বৈধ কিনা তা চেক করতে পারবেন। কি সেই পদ্ধতি চলুন জেনে নেই –
নাম্বার দিয়ে আইডি কার্ড চেক
এন আই ডি নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার জন্য ভিজিট করতে হবে অটোমেটিক চালান সিস্টেম ওয়েবসাইটে। এরপরে পাসপোর্ট অপশনে বিতরণের ধরন সিলেক্ট করে ব্যক্তি হিসেবে আপনার এনআইডি নাম্বার এবং সঠিক জন্ম তারিখ প্রদান করতে হবে। এরপরে Check NID ক্লিক করলে আইডি কার্ডের বৈধতা জানা যাবে।
নোটঃ আপনি হয়তো মোবাইল নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার বিষয়টি খুঁজছেন, কিন্তু যে কারো মোবাইল নাম্বার কোন আইডি কার্ড নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা তা একমাত্র সেম কোম্পানির কাছে সংরক্ষিত থাকে। নিবন্ধিত ব্যক্তি ছাড়া এটি বের করার কোন সুযোগ নেই।
পূর্বে ভূমি মন্ত্রণালয়ের ldtax ওয়েবসাইট থেকে এনআইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে পরবর্তী ধাপে গেলেই যেকোনো ব্যক্তির জাতীয় পরিচয় পত্রের ছবি নাম এবং পিতার নাম দেখা যেত. তবে বর্তমানে সেই সুবিধা টি আর চালু নেই। আইডি কার্ড চেক করতে এখন একটি মাত্র পদ্ধতিতে চালানো ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- প্রথমে ভিজিট করুন অটোমেটিক চালান ওয়েবসাইটে
- এরপরে পাসপোর্ট ফি অপশনে যান
- পাসপোর্ট এর যে কোন একটি অপশন বাছাই করুন
- এরপরে ব্যক্তি লেখাটিতে ক্লিক করুন
- এরপরে আইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ লিখুন
- সব শেষে Check NID ক্লিক করলে আইডি কার্ডের তথ্য পাওয়া যাবে
নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার ভিন্ন পদ্ধতি
প্রথমত হল যার আইডি কার্ড চেক করবেন তার আইডি কার্ডের সাথে করে উপজেলা নির্বাচন অফিসে যেতে হবে, এরপর নির্ধারিত ফিপ্রদান করলে কর্মকর্তাগণ এনআইডি কার্ডের ভেরিফাইড কপি সহ আইডি কার্ডটি যাচাই করে দিবেন।
দ্বিতীয়ত হল যে সমস্ত আইটি প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ নির্বাচন কমিশন এর জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ কানেক্টেড রয়েছে সেই সমস্ত সার্ভার থেকে আইডি কার্ড চেক করতে পারবেন তবে আপনাকে খুঁজে বের করতে হবে কোন কোন সার্ভারগুলো কানেক্টেড রয়েছে। বর্তমানে porichoy.gov.bd নামক সার্ভার থেকে বিভিন্ন আইটি কোম্পানিগুলোকে এনআইডির অ্যাক্সেস দেওয়া হয়।
Frequently asked Question
না! শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে যে কারো জাতীয় পরিচয়পত্রের তথ্য বের করা কখনই সম্ভব নয়। এই তথ্য গুলো একমাত্র সিম অপারেটর গুলো বের করতে পারবে।
যদি সরাসরি নির্বাচন কমিশনের অফিস থেকে এনআইডি কার্ড যাচাই করেন সে ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে
এন আইডি তথ্য যদি ভুল থাকে, তাহলে সংশোধনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের নিকটস্থ অফিসে যোগাযোগ করতে হবে। অনলাইনে বা অ্যাপের মাধ্যমে সংশোধনের আবেদনও করা যায়
এনআইডি চেক করার জন্য সাধারণত আপনার এনআইডি নম্বর এবং জন্ম তারিখ প্রয়োজন হতে পারে। কিছু ক্ষেত্রে মোবাইল নাম্বারও ব্যবহার করা হতে পারে।
নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার জন্য এখন পর্যন্ত কোন অফিসিয়াল মোবাইল অ্যাপ নেই।
Smart card
How may i help sir?
আমার আইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করেছিলাম আমি জানতে চাই আইডি কার্ড কি সংশোধন করা হয়েছে
আপনার আইডি কার্ড সংশোধন হয়ে থাকলে মোবাইলে এসএমএস পাবেন
আমার ন্যাশনাল আইডি কার্ড সংশোধন করা হয়েছে আমি এখন ওটা চেক করে দেখতে চাই
অনলাইনে nid পোর্টালে গিয়ে একটি একাউন্ট নিবন্ধন করুন এবং সংশোধিত এনআইডি কার্ড ডাউনলোড করুন
Mobile number diyen id card ber korbo kivabe
মোবাইল নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার কোন সিস্টেম নেই
আসসালামু আলাইকুম আপু আমার নিবন্ধন এবং কাবিনে একি বয়স শুধু আইডি কাটে ২ বছর বেশি কি করবো
যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে সংশোধন করুন
NID card information
Amar nid Samaritan kat hariye hide id nambar 1503×95884 10jun1997
আপনার মন্তব্যটি বুঝিনি
Karo Jodi NID hariye jai O NID card er number vule jai ta hole kivabe oi id card no abar pabo?
ভোটার লিস্ট থেকে আপনার ভোটার নাম্বারটা সংগ্রহ করুন, তারপরে ভোটার নাম্বারটা নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন
ফোন নম্বার দিয়ে ভোটার আইডি কাড কিভাবে বের করবো নম্বার টা দিয়ে দিচ্ছি
মোবাইল নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার কোন সুযোগ নেই
আমার ২০০৮ সালের আইডি কার্ড কেন আমার স্মার্ট কার্ড হয়েছে কিনা তা জানতে চাইতেছি
২০০৮ সালে যারা ভোটার হয়েছেন তারা অলরেডি স্মার্ট কার্ড পেয়েছেন, আপনার স্মার্ট কার্ড চেক করে দেখুন আপনার স্মার্ট কার্ড কোথায় রয়েছে
Amar nid cad curious hoise
বুঝিনি
Namber diye id card check
আমি দ্বৈত ভোটার বন্ধের জন্য প্রায় এক বছর আগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাচন অফিসে আবেদন করেছি। পরবর্তীতে আবেদনের অবস্থা/ফলাফল জানতে চাইলে তারা আমাকে জানায় যে আবেদন খানা ৩/৪ মাস আগে নির্বাচন অফিসে প্রেরণ করা হয়েছে। ১০৫ এ কল করলে ওনারা আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে বলে পক্ষান্তরে আঞ্চলিক অফিসে যোগাযোগ করলে ওনারা নির্বাচন অফিসে পাঠিয়ে দিয়েছি বলে দায়সারা অযুহাত দেখায়। এমতাবস্থায় আমার করনীয় কি তা জানালে উপকৃত হব। এন আইডি নং ১৫১০xx৯৮০৯৭৫৩ জন্ম তারিখ ০১ জুন ১৯৭৭ ।
ঢাকার আগারগাঁও নির্বাচন অফিসে যোগাযোগ করুন
আমি ২০২৬ সালে ভোটার হওয়ার পরেও স্মার্টকার্ড পাচ্ছিনা কেন?স্ট্যাটাস চেক করলে পাওয়া যায়নি দেখায়।অথচ আমার ভোটার তালিকা অনেক আগেই এসেছে।শুধুমাত্র একটা নেট কপি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পেরেছি।এখন আমার কি করনীয়?
আমি বুঝতে পেরেছি আপনি ২০১৬ সালে ভোটার হয়েছেন, বেশ কয়েক মাস আগে ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত যারা ভোটার হয়েছে তাদেরকে স্মার্ট কার্ড দেওয়া হয়েছিল, এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে অবশ্যই স্মার্ট কার্ড পাবেন। প্রাথমিকভাবে আপনি আপনার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করুন
আমি uk থেকে nid কাঠের জন্য আবেদন করে ছিলাম। আজ ৩ মাস হয়েছে। কত পর আমি পাব।
আপনি কি দূতাবাস থেকে আবেদন করেছিলেন?
হারিয়ে যাওয়া আইডি কার্ড কিভাবে বের করবো, আমি পারবো।
আপনি খুব সহজে অনলাইন থেকে হারিয়ে যাওয়া আইডি কার্ড পুনরায় রি ইস্যু করতে পারবেন, এক্ষেত্রে রি ইস্যু ফি প্রদান করতে হবে, অবশ্যই অনলাইনে আপনার একটি একাউন্ট নিবন্ধন করতে হবে।
আমি নতুন ভোটার নিবন্ধন করছি এটা কতটুক কাজ হইছে কিবাবে দেখবো
নতুন ভোটার হয়ে থাকলে কিছুদিনের মধ্যে ১০৫ থেকে এসএমএস দিয়ে আপনাকে এন আই ডি নাম্বার দিয়ে দেওয়া হবে
আমার স্মার্ট কার্ড হারিয়ে যাওয়ায় পুরাতন এন আই ডি নাম্বার দিয়ে পুরাতন এন আই ডি কার্ড বাহির করে বর্তমানে ব্যবহার করতেছি। এতে পরবর্তীতে এন আই ডি (পুরাতন ও স্মার্ট কার্ড) নিয়ে কোন সমস্যা হবে কিনা?
না সমস্যা হবে না
How to download my Father’s & Mother’s online verified copy of NID ? My Father Dead in 2017.
এনআইডি কার্ডের ভেরিফাইড কপি পেতে হলে নির্বাচন অফিসে যেতে হবে