স্মার্ট কার্ড চেক করুন ১ মিনিটে | NID Smart Card Status Check

আপনি যদি নতুন কিংবা পুরাতন ভোটার হয়ে থাকেন এবং এখন পর্যন্ত স্মার্ট কার্ড না পেয়ে থাকেন তাহলে স্মার্ট কার্ড চেক করে দেখতে পাবেন আপনার স্মার্ট কার্ড বিতরণের জন্য রেডি কিনা। সারাদেশে বর্তমানে নির্বাচন কমিশন (ইসি) এ নির্দেশনায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। তাই সমস্ত নতুন পুরাতন ভোটার স্মার্ট কার্ড পাবেন।

আপনার স্মার্ট কার্ড প্রিন্ট হয়েছে কিনা কিংবা বিতরণযোগ্য হয়েছে কিনা এটি জানতে হলে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে হবে। আর বর্তমানে Smart Card Status Check একদম পানির মত একটি বিষয়। শুধুমাত্র আপনার এনআইডি নাম্বার বা আপনার টোকেন নাম্বার এবং আপনার জন্ম তারিখ ব্যবহার করে জানতে পারবেন নির্বাচন কমিশন বাংলাদেশের সার্ভারের মাধ্যমে।

স্মার্ট কার্ড চেক করার নিয়ম

আপনি যদি স্মার্ট কার্ড না পেয়ে থাকেন তাহলে স্মার্ট কার্ড চেক করার জন্য ভিজিট করতে হবে NIDW এর Smart Card Status পোর্টালে। এরপরে ফর্মে আপনার এন আইডি কার্ড অথবা ভোটার স্লিপ নাম্বার এবং আপনার সঠিক জন্ম তারিখ দিয়ে পূরণ করতে হবে। অতঃপর ক্যাপচা ভেরিফিকেশন সম্পূর্ণ করে সাবমিট বাটনে ক্লিক করলে স্মার্ট কার্ডের তথ্য দেখতে পাওয়া যাবে।

স্মার্ট কার্ড চেক smart card check

  • প্রথমে ভিজিট করুন services.nidw.gov.bd/nid-pub/card-status
  • এরপরে উপরে থাকা ছবির মত একটি ফর্ম দেখতে পাবেন
  • এখানে প্রথমে আপনার জাতীয় পরিচয় পত্র তথা এনআইডি নাম্বার অথবা আপনার ভোটার স্লিপ নাম্বার টাইপ করুন
  • পরবর্তী ঘরে জন্ম তারিখ যথাক্রমে দিন, মাস, বছর টাইপ করুন
  • সর্বশেষ ঘরে ছবিতে প্রদর্শিত করতে প্রবেশ করান
  • স্মার্ট কার্ড স্ট্যাটাস জানতে সাবমিট বাটনে ক্লিক করুন

আপনার হাতে যদি ভোটার স্লিপ থেকে থাকে অর্থাৎ আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে ভোটার স্লিপ নাম্বার এর পূর্বে অবশ্যই NIDFN একটি লেখা দেখতে পাবেন সেটি সংযুক্ত করেই টাইপ করতে হবে। যদি আপনার ভোটার স্লিপে NIDFN না লেখা থাকে তাহলে এলাকাটি টাইপ করে তারপর আপনার স্লিপ নাম্বারটি লিখতে হবে। যেমন NIDFN1234567890

১৩ কিংবা ১৭ সংখ্যার এনআইডি নম্বর দিয়েও স্মার্ট কার্ডের স্ট্যাটাস যাচাই করা যাবে। এক্ষেত্রে সঠিক জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্মতারিখ লিখতে হবে অতঃপর সঠিক ক্যাপচা পূরণ করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে নিচের মতো একটি স্ট্যাটাস পেজ দেখানো হবে

smart card status

যদি আপনি অলরেডি স্মার্ট কার্ড পেয়ে থাকেন তাহলে স্টাটাস পেইজে Complete দেখতে পাবেন, আর যদি এখন পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে Ready লেখা দেখতে পাবেন, এবং Contact address অপশনে আপনার স্মার্ট কার্ড বিতরণের লোকেশন জানা যাবে।

NID Smart Card Status Check By SMS

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন  SC<স্পেস> NID <স্পেস> NID-Number অথবা ভোটার স্লিপ এর ক্ষেত্রে SC<স্পেস> F <স্পেস>  Form Number <স্পেস> D <স্পেস> DD-MM-YYYY এবং সেন্ড করুন 105 নাম্বারে।

উদাহরণঃ এন আইডি থাকলে SC NID 19630121234656

উদাহরণঃ ভোটার স্লিপ থাকলে SC F NIDFN1234567890 D 15-01-2001

সব থেকে ভালো হবে ভোটার হওয়ার সময় ফর্মে আপনার যে নাম্বারটি ব্যবহার করেছেন সেই নাম্বার থেকে এসএমএস করলে। এ ক্ষেত্রে ফিরতি তে স্মার্ট কার্ডের তথ্য তাড়াতাড়ি জানা যাবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ডের তথ্য পাওয়া যায় না। এ ক্ষেত্রে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে স্মার্ট কার্ডের যাচাই করা শ্রেয়।

যদি স্মার্ট কার্ড না পেয়ে থাকেন তাহলে শীঘ্রই আপনার উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড বিতরণ সংক্রান্ত তথ্য জানুন এবং স্মার্ট কার্ড বিতরণের কেন্দ্রে গিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করুন।

সারাদেশে 357 টি উপজেলা/ থানা নির্বাচন কার্যালয় স্মার্ট কার্ড বিতরণী অনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। বর্তমানে আঠারো উপজেলা নির্বাচন কার্যালয় স্মার্ট কার্ড বিতরণ চলমান রয়েছে, এক্ষেত্রে গ্রামভিত্তিক স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়াও বর্তমানে ২৩ টি উপজেলা স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু অপেক্ষায় রয়েছে। সুতরাং আপনার স্মার্ট কার্ড টি আপনি কখন পাবেন সেটি এখনই চেক করে দেখুন।

Frequently Asked Questions: Smart Card

ভোটার স্লিপ হারিয়ে গেলে কি স্মার্ট কার্ড পাব?

হ্যাঁ হারিয়ে গেলে স্মার্ট কার্ড পাবেন,  তবে এক্ষেত্রে আপনাকে  আপনার নাম্বারটি জানতে হবে।

স্মার্ট কার্ড কিভাবে পাব?

প্রথমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে দেখুন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা অতঃপর আপনার উপজেলা নির্বাচন অফিসে যান,  অথবা বিতরণ কেন্দ্র থেকে সংগ্রহ করুন।

স্মার্ট কার্ড কি ডাউনলোড করা যায়?

স্মার্ট কার্ড একটি মাইক্রোচিপযুক্ত প্লাস্টিক কার্ড পাই এটি অনলাইনে ডাউনলোড করার কোন সুযোগ নাই

ক্যাটাগরিSmart Card
রিলেটেড পোস্টস্মার্ট কার্ড হারিয়ে গেলে করনীয়

সম্পর্কিত পোস্ট

One Comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।