যুক্তরাজ্যে স্মার্ট কার্ড বিতরণ শুরু
যুক্তরাজ্যে হাইকমিশন থেকে যারা বাংলাদেশী প্রবাসী নাগরিক স্মার্ট কার্ডের আবেদন করেছেন তাদের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এনআইডি কার্ড সেবা থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন প্রবাসীরা।
কার্যক্রমের উদ্বোধন করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এরইমধ্যে সাড়ে ৪ হাজারের বেশি প্রবাসীর স্মার্টকার্ড আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
বলা যায় প্রবাসে বসে স্মার্ট কার্ড প্রাপ্তি এক প্রকার অধুরা স্বপ্ন ছিল, যা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। দূতাবাসের পাশাপাশি এবার ঘরে কুরিয়ার এর মাধ্যমে স্মার্ট কার্ড ডেলিভারি দিচ্ছেন নির্বাচন কমিশন যুক্তরাজ্য টিম।
বিদেশের মাটিতে বসে নিজ দেশের স্মার্টকার্ড পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ওখানকার বাংলাদেশী প্রবাসীরা। হাইকমিশনার জানান, এরইমধ্যে সাড়ে ৪ হাজার প্রবাসী স্মার্ট কার্ড পেতে রেজিস্ট্রেশন করেছেন। যার মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে পাঁচ শতাধিক মানুষকে কার্ড দেয়া হয়েছে। সবাই পর্যায়ক্রমে এপয়েন্টমেন্ট নিচ্ছে। পর্যাক্রমে সবাই স্মার্ট কার্ডও পাবে।
উল্লেখ্য বিষয় গত ৩০ ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র হালনাগাদের কাজ। আপনি যদি যুক্তরাজ্যে অবস্থিত প্রবাসী বাংলাদেশী হয়ে থাকেন তাহলে এনআইডি সেবা নিতে আজ এই বাংলাদেশী দূতাবাসে চলে আসুন।