প্রবাসীদের জন্য স্মার্ট এনআইডি কার্ড চালু

বাংলাদেশের বাইরে প্রবাসী বাংলাদেশীদের জন্য স্মার্ট এনআইডি কার্ড চালু এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ শুরু হয়েছে পূর্বেই। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে আমিরাতে গিয়েছিলেন।

উদ্বোধনের সময় উক্ত মন্ত্রী বলেন, এই স্মার্ট কার্ড সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে। নতুন সেবাটি প্রবাসীদের স্মার্ট কার্ড পাওয়া নিয়ে হয়রানি কমাবে। উক্ত দেশে বসবাসরত বাংলাদেশীদের দীর্ঘদিনের চাওয়া-পাওয়া ছিল স্মার্ট এনআইডি কার্ড। সরকার বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের আর্থিক প্রণোদনা দিচ্ছে জানিয়ে মন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের আরও বেশি রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দেন। পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের ২০২০ সালে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের মহাপরিচালক (এনআইডি), পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশীদের জন্য সংশ্লিষ্ট মিশন ও মন্ত্রণালয়গুলোতে ২৪ ঘণ্টা হটলাইন স্থাপনসহ বিভিন্ন ডিজিটাল সেবা দেয়া হচ্ছে। এছাড়া সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের বিভিন্ন ধরনের সেবা দিতে দূতাবাস নামে মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে।

সম্পর্কিত পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।