স্মার্ট কার্ড হারিয়ে গেলে করণীয়

আমাদের অসাবধানতাবশত অনেক সময় স্মার্ট কার্ড বা ভোটার আইডি কার্ড হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় আর না হয় নষ্ট হয়ে যায়। আর কোনভাবেই এনআইডি স্মার্ট কার্ড হারিয়ে ফেললে সেটি দ্বিতীয়বার পাওয়া সম্ভব কিনা এ নিয়ে অনেকে প্রশ্ন করেন। যেহেতু স্মার্ট কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তাই স্মার্ট কার্ড হারিয়ে গেলে করণীয় সম্পর্কে জেনে খুবই দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত।

আপনি কি স্মার্ট কার্ড হারিয়ে ফেলেছেন? অথবা ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলছেন? এই মুহূর্তে আপনার কি করনীয়? দ্বিতীয়বার স্মার্ট কার্ড পেতে হলে আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে তা বিস্তারিত আমরা আলোচনা করব। ভয়ের কিছু নেই, আমরা আপনাকে সঠিক একটি সমাধান দিব আশা করি যেটা আপনাকে আশ্বস্ত করবে। নিচের কয়েকটি পদক্ষেপ আপনাকে অবশ্যই অনুসরণ করা উচিত যদি আপনার স্মার্ট জাতীয় পরিচয়পত্র হারিয়ে যায়।

স্মার্ট কার্ড হারিয়ে গেলে করণীয়

স্মার্ট ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে সেটি পুনরায় প্রাপ্তির জন্য রি ইস্যু আবেদন করতে হবে। রি ইস্যু আবেদনের ক্ষেত্রে প্রাথমিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করতে হবে। হারানোর বিষয়টি নিশ্চিত করার জন্য স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা বাধ্যতামূলক। জিডি করার সময় আপনার নাম, ঠিকানা এবং হারানোর তারিখসহ বিস্তারিত তথ্য দিন। এবং জিডির একটি কপি সংগ্রহ করুন।

থানার যেই পুলিশ কর্মকর্তা আপনার জিডি গ্রহণ করেছে তার নাম, পদবী এবং মোবাইল নাম্বারটি সংগ্রহ করতে হবে, এরপর জিডি কপি এর মাধ্যমে আপনার স্মার্ট কার্ড টি পুনরায় প্রাপ্তির জন্য নির্বাচন কমিশন প্রধান অফিস আগারগাও বরাবর আবেদন করতে হবে। আপনার যদি স্মার্ট কার্ড না হয়ে লেমিনেটিং এন আইডি কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনে রি ইস্যু আবেদন করতে পারেন।

আর যদি স্মার্ট কার্ড হারানোর পরে আপনি সেটি অনলাইনে নির্বাচন কমিশনে ওয়েবসাইটে আপনার নিজস্ব একাউন্টে লগইন করে রি ইস্যু আবেদন করেন সেক্ষেত্রে পুনরায় স্মার্ট কার্ড প্রাপ্তি বিষয়টা সহজ হবে না, এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র অনলাইন কবি প্রদান করা হবে যেটি আপনি প্রোফাইল থেকে ডাউনলোড করতে পারবেন।

বর্তমানে স্মার্ট কার্ড পুনঃ মুদ্রণ বন্ধ রয়েছে তবে কিছু প্রক্রিয়ার মাধ্যমে হারানো স্মার্ট কার্ড পুনরায় প্রিন্ট করা সম্ভব এবং আপনার আবেদনটি ঠিক মতো করতে পারলে পুনরায় স্মার্ট কার্ড পেতে পারেন।

ভোটার আইডি কার্ড হারিয়ে গেলো জিডি করার নিয়ম

অনেকে জানেন না স্মার্ট কার্ড হারানো সংক্রান্ত জিডি করার নিয়ম সম্পর্কে। বর্তমানে জিডি করা একদমই সহজ এবং বিনামূল্যেই করা যায়। যেটি আপনি অনলাইনের মাধ্যমেও করতে পারবেন অথবা সরাসরি থানায় গিয়েও করতে পারবেন।

মনে রাখতে হবে আপনার স্মার্ট কার্ডটি যেই এলাকায় হারিয়েছে আপনাকে উক্ত এলাকার আওতাধীন থানায় গিয়ে জিডি করতে হবে। সাধারণত অনন্য জিডি যেভাবে করেন ঠিক তেমনি স্মার্ট কার্ড হারানো সংক্রান্ত জিডি করবেন। জিডি করার নিয়ম সম্পর্কে জানতে হলে বিস্তারিত একটি ভিডিও দেখতে হবে যেটি নিচে দেওয়া হল –

অবশ্যই আপনাকে মনে রাখতে হবে জিডি গ্রহণকারী অফিসারের নাম, অফিসারের পদবী, মোবাইল নম্বর আপনাকে সংগ্রহ করতে হবে যেটি স্মার্ট কার্ড রি ইস্যু আবেদনের সময় প্রয়োজন হবে।

স্মার্ট কার্ড হারিয়ে গেলে রি ইস্যু আবেদন করবেন যেভাবে

বর্তমানে স্মার্ট কার্ড পুনরায় প্রাপ্তির জন্য একমাত্র প্রধান উপায় হচ্ছে ঢাকায় নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় ( আগারগাঁও) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অণুবিভাগে আবেদন করা। স্মার্ট কার্ড ঢাকা উক্ত কার্যালয় থেকেই মুদ্রণ করা হয়, এক্ষেত্রে আপনার পুনরায় প্রাপ্তি অনেকটা সহজ হয়ে যাবে।

আবেদন করার জন্য আপনার স্মার্ট কার্ড হারানো সংক্রান্ত জিডির কপি + নির্ধারিত রি ইস্যু ফি জমা দিতে হবে। আবেদনের সময় আপনার স্মার্ট জাতীয় পরিচয় পত্রের নম্বর জন্ম তারিখ প্রদান করতে হবে। ফি বিতরণের ধরন অনুযায়ী হয়ে থাকে। ফিপরিশোধ করার সময় আপনি উল্লেখ করবেন স্মার্ট কার্ড টি জরুরি ভাবে পেতে চান নাকি সাধারণ ভাবে পেতে চান।

আবেদন শেষ হয়ে গেলে তারা আপনাকে নির্ধারিত একটি তারিখ নিশ্চায়ন করবে যে তারিখে আপনি স্মার্ট কার্ডটি পুনরায় সংগ্রহ করতে পারবেন। স্মার্ট কার্ড রি ইস্যু ফি জানতে এনআইডি ফি ক্যালকুলেটর ব্যবহার করুন

FAQ – স্মার্ট কার্ড হারানো সংক্রান্ত প্রশ্ন ও উত্তর

হারিয়ে যাওয়া স্মার্ট কার্ড কিভাবে পাব

নিকটতম থানায় জিডি করে জিডির মূল কপিসহ ঢাকায় বাংলাদেশ নির্বাচন কমিশন এর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে।

হারানো স্মার্ট কার্ড সংশোধন ও রি ইস্যু আবেদন কি একসাথে করা যায়?

প্রাথমিকভাবে আপনাকে অনলাইনে সাধারণ জাতীয় পরিচয় পত্র সংশোধন আবেদন করতে হবে। এরপরে নরমাল রি ইস্যু করতে হবে। অতঃপর স্মার্ট কার্ড সংশোধনের আবেদন করা শ্রেয়। এক্ষেত্রে ঢাকা কার্যালয়ে আবেদন করতে হবে।

সম্পর্কিত পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।