নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করুন

এখন আপনি চাইলে খুব সহজেই ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করতে পারবেন এবং জানতে পারবেন নাম্বারটি সঠিক কিনা এবং জাতীয় পরিচয়পত্রটি বৈধ কিনা। তবে এই পদ্ধতি ব্যবহার করে আপনি ব্যক্তির নাম এবং তথ্য দেখতে পারবেন না কারণ এটি সুরক্ষিত। তবে বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটাবেজে জাতীয় পরিচয় পত্রটি রয়েছে কিনা তা জানা যাবে এই পদ্ধতিতে।

বিভিন্ন প্রয়োজনে আমাদের বিভিন্ন মানুষের জাতীয় পরিচয় পত্র যাচাই করার দরকার হয়। কখনো কখনো কোন ক্রয় বিক্রয় জনিত কারণে, বাসা ভাড়া, কোন সেবা প্রদানের ক্ষেত্রে ইত্যাদি, ব্যক্তির জাতীয় পরিচয় পত্র টি সঠিক কিনা তা জানতে হয়। কিছু কিছু আইটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরাসরি নির্বাচন কমিশনের সাথে ডাটাবেজ কানেক্টেড থাকায় তারা সহজেই যে কারো এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আইডি কার্ড চেক করতে পারে এবং বিস্তারিত তথ্য ছবি এবং নাম দেখতে পারে।

এক্ষেত্রে একজন সাধারণ ব্যক্তি ইন্টারনেট থেকে খুব সহজেই যে কারো এনআইডি কার্ডের তথ্য দেখতে পারবে না তবে আইডি কার্ডটি বৈধ কিনা তা চেক করতে পারবেন। কি সেই পদ্ধতি চলুন জেনে নেই –

নাম্বার দিয়ে আইডি কার্ড চেক

এন আই ডি নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার জন্য ভিজিট করতে হবে অটোমেটিক চালান সিস্টেম ওয়েবসাইটে। এরপরে পাসপোর্ট অপশনে বিতরণের ধরন সিলেক্ট করে ব্যক্তি হিসেবে আপনার এনআইডি নাম্বার এবং সঠিক জন্ম তারিখ প্রদান করতে হবে। এরপরে Check NID ক্লিক করলে আইডি কার্ডের বৈধতা জানা যাবে।

নোটঃ আপনি হয়তো মোবাইল নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার বিষয়টি খুঁজছেন, কিন্তু যে কারো মোবাইল নাম্বার কোন আইডি কার্ড নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা তা একমাত্র সেম কোম্পানির কাছে সংরক্ষিত থাকে। নিবন্ধিত ব্যক্তি ছাড়া এটি বের করার কোন সুযোগ নেই।

পূর্বে ভূমি মন্ত্রণালয়ের ldtax ওয়েবসাইট থেকে এনআইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে পরবর্তী ধাপে গেলেই যেকোনো ব্যক্তির জাতীয় পরিচয় পত্রের ছবি নাম এবং পিতার নাম দেখা যেত. তবে বর্তমানে সেই সুবিধা টি আর চালু নেই। আইডি কার্ড চেক করতে এখন একটি মাত্র পদ্ধতিতে চালানো ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

নাম্বার দিয়ে আইডি কার্ড চেক
  • প্রথমে ভিজিট করুন অটোমেটিক চালান ওয়েবসাইটে
  • এরপরে পাসপোর্ট ফি অপশনে যান
  • পাসপোর্ট এর যে কোন একটি অপশন বাছাই করুন
  • এরপরে ব্যক্তি লেখাটিতে ক্লিক করুন
  • এরপরে আইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ লিখুন
  • সব শেষে Check NID ক্লিক করলে আইডি কার্ডের তথ্য পাওয়া যাবে

নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার ভিন্ন পদ্ধতি

প্রথমত হল যার আইডি কার্ড চেক করবেন তার আইডি কার্ডের সাথে করে উপজেলা নির্বাচন অফিসে যেতে হবে, এরপর নির্ধারিত ফিপ্রদান করলে কর্মকর্তাগণ এনআইডি কার্ডের ভেরিফাইড কপি সহ আইডি কার্ডটি যাচাই করে দিবেন।

দ্বিতীয়ত হল যে সমস্ত আইটি প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ নির্বাচন কমিশন এর জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ কানেক্টেড রয়েছে সেই সমস্ত সার্ভার থেকে আইডি কার্ড চেক করতে পারবেন তবে আপনাকে খুঁজে বের করতে হবে কোন কোন সার্ভারগুলো কানেক্টেড রয়েছে। বর্তমানে porichoy.gov.bd নামক সার্ভার থেকে বিভিন্ন আইটি কোম্পানিগুলোকে এনআইডির অ্যাক্সেস দেওয়া হয়।

Frequently asked Question

মোবাইল নম্বর দিয়ে কি আইডি কার্ড চেক করা যায়?

না! শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে যে কারো জাতীয় পরিচয়পত্রের তথ্য বের করা কখনই সম্ভব নয়। এই তথ্য গুলো একমাত্র সিম অপারেটর গুলো বের করতে পারবে।

এনআইডি যাচাই করার জন্য কি কোনো চার্জ প্রযোজ্য?

যদি সরাসরি নির্বাচন কমিশনের অফিস থেকে এনআইডি কার্ড যাচাই করেন সে ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে

যদি আমার এনআইডি তথ্য ভুল থাকে তাহলে কী করতে হবে?

এন আইডি তথ্য যদি ভুল থাকে, তাহলে সংশোধনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের নিকটস্থ অফিসে যোগাযোগ করতে হবে। অনলাইনে বা অ্যাপের মাধ্যমে সংশোধনের আবেদনও করা যায়

এনআইডি চেক করতে আমার কোন কোন তথ্য প্রয়োজন হবে?

এনআইডি চেক করার জন্য সাধারণত আপনার এনআইডি নম্বর এবং জন্ম তারিখ প্রয়োজন হতে পারে। কিছু ক্ষেত্রে মোবাইল নাম্বারও ব্যবহার করা হতে পারে।

মোবাইল অ্যাপ দিয়ে কীভাবে এনআইডি যাচাই করবো?

নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার জন্য এখন পর্যন্ত কোন অফিসিয়াল মোবাইল অ্যাপ নেই।

সম্পর্কিত পোস্ট

3 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।