ভোটার আইডি কার্ড পেতে কতদিন লাগে জানালো ইসি
নতুন ভোটার আবেদন করার পরে বায়োমেট্রিক তথ্য প্রদান শেষে কত দিনের ব্যবধানে ভোটার আইডি কার্ড পাওয়া যায় তা নিয়ে অনেকের প্রশ্নের শেষ নেই। নতুন ভোটার আইডি কার্ড পাওয়া এক ধরনের আনন্দের বিষয়। আর তাই নাগরিকরা বায়োমেট্রিক তথ্য প্রদান শেষে অধীর আগ্রহ নিয়ে বসে থাকে তাদের নতুন ভোটার আইডি কার্ড পাওয়ার আশায়। একটা নতুন ভোটার আইডি কার্ড পেতে কতদিন লাগে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি।
ছবি তোলার কতদিন পর এনআইডি কার্ড পাওয়া যায়?
ভোটার নিবন্ধন ফরম ২ পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই আপনি ভোটার নিবন্ধন আবেদন করতে পারবেন। এটা জমা দিতে হয় আপনার স্থানীয় ঠিকানার উপজেলা নির্বাচন অফিসের অনু বিভাগে অথবা সরাসরি ঢাকা আগারগাঁও নির্বাচন অফিসের এনআইডি অনু বিভাগে। এরপরে একটা টাইম দেওয়া হয় বায়োমেট্রিক এনরোলমেন্ট করার জন্য।
বায়োমেট্রিক এনরোলমেন্টে নাগরিকের ছবি তোলা হয়, এর সাথে হাতের আঙ্গুলের ছাপ চোখের আইরিশ সংরক্ষণ করা হয়। পরিশেষে ভোটার নিবন্ধন ফরমের একটি অংশ (টোকেন) দেওয়া হয়।
এরপরে অধীর অপেক্ষায় থাকতে হয় কখন ভোটার আইডি কার্ড অনলাইনে আসবে এবং কখন ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যাবে। আবার অনেকেই প্রশ্ন করেন স্মার্ট কার্ড পেতে কতদিন লাগে কিংবা স্মার্ট কার্ড কিভাবে পাওয়া যাবে।
ভোটার আইডি কার্ড পেতে কতদিন লাগে
ভোটার নিবন্ধন কার্যক্রম থেকে শুরু করে এনআইডি কার্ড অনলাইন কপি এনআইডির মূল সার্ভারে আসা অব্দি কয়েকটা ধাপে কার্যক্রম সম্পন্ন হয়। বাড়ি বাড়ি ভোটার তথ্য হালনাগাদ কার্যক্রমে এই ধাপগুলো অতিক্রম হতে সর্বোচ্চ ৬ মাস সময় লাগতে পারে এর পরে ভোটার আইডি কার্ড অনলাইনে পাওয়া যায় । তবে আপনি যদি নিজে গিয়ে উপজেলা নির্বাচন অফিসে ভোটার নিবন্ধন আবেদন করেন সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রে ২১ থেকে ৩০ দিন সময়ের কথা বলা রয়েছে।
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য হালনাগাদ কার্যক্রম কয়েকটা ধাপে সম্পন্ন হয় –
- প্রথম ধাপ: তথ্য সংগ্রহ
- দ্বিতীয় ধাপ : ফরম পুনঃযাচাই করণ
- তৃতীয় ধাপ : নিবন্ধন কেন্দ্রে তথ্য সংগ্রহ ও পরিচিতি যাচাই ( Biometric )
- চতুর্থ ধাপ : প্রতিবন্দ্বী, জেলখানার ভোটার, বাদ পড়া ভোটার ও অসুস্থদের নিবন্ধন
- পঞ্চম ধাপ : তথ্য উপজেলা সার্ভারে প্রক্রিয়াজাতকরণ
- ষষ্ঠ ধাপ : খসড়া ভোটার তালিকা প্রকাশ ও চুড়ান্তকরণ
তথ্য সংগ্রহ থেকে শুরু করে উপজেলা সার্ভারের প্রক্রিয়াজাতকরণ করা অবধি কয়েকটা ধাপ অতিক্রম করার পরেই জাতীয় পরিচয় পত্র তথা এন আইডি কার্ডের অনলাইন কপি প্রক্রিয়াধীন করে নির্বাচন কমিশনের এনআইডি অনু বিভাগের সার্ভারে আপলোড করা হয়। এর সাথে যাদের বয়স ১৮ পরিপূর্ণ হয়েছে তাদের তাদেরকে খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এবং যারা নিজে গিয়ে উপজেলা নির্বাচন অফিসে ভোটার আবেদন করেন তাদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। তবে সবমিলিয়ে ৩০ দিনের বেশি লাগবে না।
নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরে নাগরিকগণ তাদের রেজিস্ট্রেট মোবাইল নাম্বারে নির্বাচন কমিশন ১০৫ নম্বর থেকে এসএমএস পাবেন। এরপরে তাদের টোকেন নাম্বার কিংবা এসএমএস থেকে প্রাপ্ত এনআইডি নম্বর এবং তাদের জন্ম তারিখ ব্যবহার করে একাউন্ট তৈরি করতে পারে।
এনআইডি অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে প্রোফাইলে প্রবেশ করে ডাউনলোড বাটনে ক্লিক করলেই ফ্রিতে এনআইডি কার্ডের পিডিএফ কপি ডাউনলোড করতে পারবে।
স্মার্ট কার্ড পেতে কতদিন লাগে?
নরমাল লেমিনেটিং ভোটার আইডি কার্ড অনলাইন কপি এবং স্মার্ট কার্ডের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক শুধুমাত্র স্মার্ট কার্ড বিতরণ করা হয়। তাই স্মার্ট কার্ড প্রক্রিয়াকরণ এবং মুদ্রণ এবং সরবরাহ ব্যাপক সময়ের ব্যাপার।
একজন ব্যক্তি নতুন ভোটার নিবন্ধন হওয়ার পরে সাথে সাথে স্মার্ট কার্ড প্রাপ্তি সম্ভব নয়। নির্বাচন কমিশন একযোগে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি প্রণয়ন করেন, এবং একটি তালিকা অনুযায়ী স্মার্ট কার্ড প্রিন্ট এবং বিতরণ করেন। এক্ষেত্রে আপনি স্মার্ট কার্ড কবে পাবেন এটা শুধুমাত্র নির্বাচন কমিশনই জানে। ইতোমধ্যে ২০০৮ -২০১৭ সাল অব্দি নিবন্ধিত সকল পুরনো ভোটারদেরকে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে এবং সর্বশেষ ২০১৯ সালের নতুন ভোটারদেরকে স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে। তবে বর্তমানে যারা নিবন্ধিত হচ্ছেন এবং ২০১৮/২০২০ থেকে বর্তমান সময় অবধি, তাদের হয়তো পরবর্তী একটি কার্যক্রমের একসাথে স্মার্ট কার্ড প্রদান করা হতে পারে।
Mam jara bidesh theke 7 din ba 10 diner
Jonno deshe ele er moddhe ki kono vane kora somvob pls ?
১ দিনের মধ্যেই আবেদন করে ফিঙ্গার দেয়া সম্ভব। তারপর আর কোন ঝামেলা নেই, অনলাইনে এনআইডির কপি পেয়ে যাবেন
এন আই ডি কার্ডের জন্য উপজেলা অফিসে কাগজ পত্র জমা দিয়েছি 10দিন আগে কিন্তু কোনো ফোন বা মেসেজ আসে নাই। এমনকি ছবি হাতের ছাপ কিছুই নেয় নাই। কতদিন সযময় লাগে একটু জানাবেন।
শুধু কাগজ জমা দিলেন কিভাবে? যেসময় কাগজ পত্র জমা নেয় তখন ই তো ছবি এবং ফিঙ্গার নেয়। আপনি আবার উপজেলা নিরবাচন আফিসে যান
আপনার অনলাইন আইডি ডাউনলোড হয়তেছে কেন করনীয় কি
বুঝিনি
আমার সাথে এরকম করছে কাগজ পত্র জমা নিয়ে রেখে দিয়েছে কোন ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তুলে নাই
আপনি আবার পুনরায় কাগজ পত্র নিয়ে যান, এবং ছবি ও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসুন৷ আগে কাগজ জমা নেয়, এরপরে সিরিয়াল অনুযায়ী ছবি ও ফিঙ্গারপ্রিন্ট নেয়
আমি জরুরি ভিওিতে এন আইডি কার্ড করতে চাচ্ছি। আমার বসা হচ্ছে
ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আমি থাকি কক্সবাজার এখন কি আমি এখানে থেকে এনআইডি করতে পারবে কিনা জানাবেন।
করতে হলে আপনার স্থায়ী ঠিকানার চেয়ারম্যান প্রত্যয়ন পত্র চেয়ারম্যানের সিল ও স্বাক্ষর দরকার হবে, এটা হলে আপনি কক্সবাজার থেকে আবেদন করতে পারবেন
Ami 19/02/2025 e chobi fingerprint egulo diye aschi akn amr koi mash lagte pare NID Pete?
৩০ থেকে ৩৫ দিন
আসসালামু আলাইকুম আপু,
আজ ২৭ মার্চ ২০২৫ তারিখে নতুন ভোটারের ছবি,আঙ্গুলের ছাপ,চোখের আইরিশ ও স্বাক্ষর নিয়েছে নির্ধারিত কেন্দ্রে।এনআইডি অনলাইন কপি কবে নাগাদ পাবো আপু?যদি বলতেন, উপকৃত হতাম।
১৮ বছর কম্পিলিট হতে হবে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় হলে ৩-৫ মাস অপেক্ষা করতে হবে।
আমি কি ৭ দিনের মধ্যে আইডি কার্ড পেতে পারি??
এর জন্য কি করতে হবে
৭ দিনের মধ্যে কোন ভাবেই এনআইডি কার্ড পাওয়া সম্ভব নয়
আমার ফরম নাম্বার 159141060 অল্প কিছুদিন হইয়ছে ভোটার হইছি। কিন্তুু এখন আমার একটা একাউন্ট করার জন্য
ইমারজেন্সি ভোটার আইডি কাড লাগে
কিন্তুু অনলাইনে এখনো ছাড়ে নায় বা ১০৫ নাম্বার থেকে কোনো মেসেজ আসেন নায়। আপনি যদি একটু দেখতেন তাহলে খুব উপকারিতা হতাম??
আপনার ভোটার আইডি কার্ড প্রস্তুতকরন না হলে কিছুই করার নাই, প্রস্তুত হলেই আপনাকে এসএমএসের মাধ্যমে আপনার এনআইডি নাম্বার জানিয়ে দেওয়া হবে
বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কাগজ আমি ২/০২/২০২৫ দিয়ে আসছি এবং ৯/০৪/২০২৫ তারিখে ভোটার অফিস গিয়ে ছবি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি এখন আমার এনআইডি হতে কতদিন সময় লাগবে
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় হলে ৩-৫ মাস অপেক্ষা করতে হবে।
Kro din somy lagde pare
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় হলে ৩-৫ মাস অপেক্ষা করতে হবে।
আমার বয়স ১৬। এক মাসের ভিতরে এনাইডি কার্ড দরকার। আমার বাবা-মার আইডি কার্ডের বানানে সমস্যা রয়েছে। আমি কি তাদের আইডি কার্ড ছাড়া এক মাসের মধ্যে এনাইডি কার্ড করতে পারবো?
বাবা মায়ের আইডি কার্ড ছাড়া এনআইডি কার্ড করা সম্ভব নয়
যারা নতুন ভোটার হয়েছেন তাদের থেকে আবার fingerprint দিতে হবে যখন স্মার্ট কার্ড বিতরণ সময়।। দয়া করে জানাবেন প্লিজ।।।
স্মার্ট কার্ড আনার সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনতে হবে
Ami 23 tarikh narayanganj er enayetnagar nagar elaka theke sorkari vabe vot er jonno abedon korchi kintu tara sudhu file joma niche kintu photo finger kichu nei nai bolche elakai micing kora hobe apni ki bolteparen 2025 e kobe theke finger neyar kaj suru hobe ar id aste koto din lagbe
ছবি এবং ফিঙ্গার নেওয়ার পূর্বে আপনার এলাকায় জানানো হবে,
আমি 105 মেসেজ করেছি২৯ তারিখ কিন্তু কোন রিপ্লে আসতেছে না কতদিন পর আসতে পারে
আপনি ১০৫ নম্বরে কল করে বিস্তারিত জানতে পারেন
105 তো তারা কল ধরতেছে নাহ
সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটি ব্যতীত যেকোনো দিন সকাল 9 টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কল সেন্টার খোলা থাকে
আমি ৩০। ১২।২০২৪ উপজেলা গিয়ে ছবি ফিঙ্গার প্রিন্ট দিয়েছি। কিন্তু এখনো কোন মেসেজ আসে নাই
দয়া করে আর কিছুদিন অপেক্ষা করুন, সারা দেশে ভোটার তথ্য হালনাগাদ কার্যক্রম চলছে এক্ষেত্রে একটু এই কার্যক্রম গুলো ধীরগতি হতে পারে
আমি ডিসেম্বর এর 23 তারিখে নির্বাচন অফিসে সবকিছু ঠিকঠাক জমা দিয়েছি, কিন্তু 1 মাস পরও মোবাইলে আমি কোনো এস এম এস পায়নি কেন বলতে পারবেন।
বর্তমানে সারাদেশে ভোটার তথ্য হালনাগা চলমান সেক্ষেত্রে একটু ধীরগতি হতে পারে এই কার্যক্রমে
আমি নতুন ভোটার হয়েছি ৭-২-২৫ এ ছবি তুলি। কতদিন পর অনলাইন কপি পাবো?
শিগ্রই
আমার বাবা মায়ের নামের বানানে ভুল আছেযা আমার জন্ম নিবন্ধন কার্ডের সাথে মিল নেই।এক্ষেত্রে এনআইডি কার্ড করতে কি কোনো সমস্যা হবে?
আপনার জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করুন এরপরে এনআইডি কার্ডের আবেদন করুন
আমি কোন নাম্বার দিছি মনে নাই কিভাবে বুঝব যে কখন বিতরণ চলছে?
আপনার এলাকায় স্মার্ট কার্ড বিতরণ হলে এলাকায় মাইকিং করে জানান দেওয়া হবে
আপু আমি ২৫। ২।২০২৫ ছবি ফিঙ্গার সব কিছু ঠিক করে দিছি এখনো কোনো এসএমএস আসে আপু কত দিন সময় লাগতে পারে আরো
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় হলে ৩-৫ মাস অপেক্ষা করতে হবে।
১৭/০৩/১০২৫
তারিখে আমি আবেদন করছি ফিঙ্গার দিছি বাট আমি এনআইডি কার্ডটা পাবো কবে অনলাইনে ম্যাম
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় হলে ৩-৫ মাস অপেক্ষা করতে হবে।
6/3/2025 সালে ছবি , ফিঙ্গার দিয়েছি, তাহলে কতদিন পর অনলাইনে কার্ড পাবো
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় হলে ৩-৫ মাস অপেক্ষা করতে হবে।
Amar chobi tolar date chilo 6 tarik ami tulte pari nai ekhon ami ki korbo?
উপজেলা নির্বাচন অফিসে গিয়ে কথা বলেন
ami February 7tarikh sob joma diyechi. but ekhono sms pelam nh. kbe pabo plz?
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় হলে ৩-৫ মাস অপেক্ষা করতে হবে।
Amar nid card kobe pabo ……
7/4/25 ছবি তুলছি
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় হলে ৩-৫ মাস অপেক্ষা করতে হবে।
Akn Ki Abodon kora jabe upazila office a giye?? Plz reply
আপনার কাগজপত্র সম্পূর্ণ সঠিক থাকলে যেকোনো সময় উপজেলা গিয়ে আবেদন করতে পারবেন, সরকারি ছুটি ব্যতীত
আসসালামু আলাইকুম
আমি ১৮/৩/২০২৫ এ ভোটার হওয়ার সকল কাজ সম্পুর্ণ
করেছি কিন্তু(২২/৪/২০২৫) এখনো অনলাইন না হওয়ার কারন কি?
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় হলে ৩-৫ মাস অপেক্ষা করতে হবে।
আমি প্রায় ২ মাসের উপরে হইছে ফিঙ্গার সবকিছু দিয়ে আসছি কিন্তু এখনো মেসেজ আসে নাই কতদিন পরে আসবে মেসেজ
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় হলে ৩-৫ মাস অপেক্ষা করতে হবে।
আমার মা বাবা অন্য এলাকার ভোটার, আমি থাকি আমার নানির বাসায়, ছোট থেকে বড় সেখানে হয়ছি, আমার কাগজ পএ সব সেই এলাকার, আমি কি ভোটার হতে পারবো।
আপনি আপনার এলাকার ( বাবা মায়ের এলাকা) ই ভোটার হতে পারবেন কোন সমস্যা নাই